থানচি উপজেলার সবচেয়ে দুর্গম ইউনিয়ন রেমাক্রী। থানচি সদর হতে রেমাক্রী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌযান। যেকোন মালামাল থানচি সদর হতে রেমাক্রী ইউনিয়নে পরিবহনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। দুর্গমতার কারনে থানচি সদর হতে রেমাক্রী ইউনিয়নে সার পরিবহনে বিবিধ সমস্যা বিধায় সার ডিলার নিতে কেউ আগ্রহ প্রকাশ না করায় বর্তমানে রেমাক্রী ইউনিয়নে কোন সার ডিলার নাই। কৃষকগণ তাদের চাহিদামত সার থানচি সদর হতে সংগ্রহ করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস