বান্দরবান শহর থেকে ৭৯ কিমি. দুরে অবস্থিত থানচি উপজেলা। ধারণা করা হয় মারমা শব্দ 'থাইন চৈ' বা 'বিশ্রামের স্থান' থেকে থানচি নামটির উৎপত্তি। বলা হয়ে থাকে যে ১৯৫০ সালে বা তার পূর্বে নৌপথে চলাচল কালে যাত্রীগণ বিশ্রামের জন্য এ স্থানে থামতেন বলে থাইন চৈ নামে স্থানটি পরিচিত ছিল এবং পরে তা থানচি হিসাবে পরিচিতি লাভ করে। জাতিগত বৈশিষ্ট্য আর প্রকৃতির অপার সৌন্দর্যের থানচি উপজেলায় বাঙ্গালীসহ ১১ টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস। এ উপজেলাটি বোমাং সার্কেলের অন্তর্ভূক্ত। উপজেলার অন্তর্গত সাকা হাফং, নাফাখুম, তিন্দু, বড় পাথর ইত্যাদি স্থান পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। থানচি যাওয়ার পথে পাহাড়ী রাস্তায় চলার আসল মজাটা পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস